fbpx

Message from Chairman

ইংলিশ মিডিয়াম মাদরাসা কওমী শিক্ষাক্ষেত্রে এক নতুন দিগন্ত। বিশ্ব জুড়ে আজ চলছে আধুনিক জাহেলিয়াতের ব্যাপক ধ্বংসাত্মক প্লাবন। আধুনিক তথ্য প্রযুক্তির সুযোগ নিয়ে জাহেলিয়াত বিশ্বব্যাপী তার ব্যাপক বিস্তার ঘটিয়েছে। চলছে মানবজাতি ও মানবসভ্যতা ধ্বংসের মহাযজ্ঞ। জাহিলিয়াতের এই কালো থাবা থেকে পরিত্রাণে বিশ্বব্যাপী ব্যাপক দাওয়াতি কাজের প্রয়োজনীয়তা রয়েছে। আর ইংরেজী পৃথিবীর শত শত কোটি মানুষের ভাষা হওয়াতে  দুনিয়া জুড়ে ইসলামের দাওয়াতি কাজ প্রসারিত  করতে আলেম-ওলামাদের ইংরেজী ভাষায় দক্ষ হওয়ার বিকল্প নেই। আমাদের বিশ্বাস এই প্রতিষ্ঠানটি আরবি ও বিশেষভাবে বিশ্বভাষা ইংরেজিতে দক্ষ একদল কওমি আলেম তৈরি করবে, ফলে কওমি আলেমদের যোগ্যতা, ইলম ও দাওয়াত থেকে উপকৃত হবে সারা দুনিয়ার মানুষ।